⛔ অভিযোগঃ দেনমহর প্রদানের টাকা আর পতিতাবৃত্তি করার সময় টাকা দেয়া একই তাহলে দেনমহর আর পতিতাবৃত্তির টাকা একই?
✍লিখেছেনঃ এম ডি আলী।
👉 টিকাঃ অনেকে আমাকে এই বিষয় জিজ্ঞাসা করেছেন তাই আমার বিস্তারিত লেখার অংশ থেকে অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। লেখাটি সম্পূর্ন নয় আংশিক,তাই বিস্তারিত লেখা আসার আগে আপাতত নিন্মের লেখা থেকেই ফায়দা নেন।
✅ উত্তরঃ কুরআন এবং বিশুদ্ধ হাদিসের কোথায় লেখা আছে "দেনমহর আর পতিতাবৃত্তির টাকা একই"? ইসলামের দৃষ্টিতে দেনমোহর এবং পতিতাবৃত্তির টাকা দুটোই আলাদা বিষয়। দেনমহর বৈধ কিন্তু পতিতাবৃত্তি ইসলামে হারাম। নাস্তিক মশাই যেই অভিযোগ করেছেন সেটা বাতিল।
নিচের বাস্তব উদাহরণ গুলো খেয়াল করুনঃ
ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন আপনার মত চেহারার হুবহু একজন মানুষ। আপনি কি তাকে নিজের আপন ভাই বলবেন? অথবা আপনি কি আপনার বাবার সম্পত্তির ভাগ তাকে দিয়ে দিবেন শুধুমাত্র তার চেহারা আপনার সাথে মিলে দেখে? আপনি কিন্তু সেটা মেনে দিবেন না এটাই স্বাভাবিক।
ধরুন একজন নারী প্রেগন্যান্ট। সাধারণ তার পেট মোটা দেখাবে এটাই স্বাভাবিক। এখন একজন ভোডকু পুরুষের পেটেও কিন্তু দেখতে একজন প্রেগন্যান্ট নারীর মতো দেখায় কিন্তু কেউ যদি নাস্তিকদের মত দাবি করে উক্ত পুরুষের পেট যেহেতু মোটা সেহেতু সেও প্রেগন্যান্ট, এটা কি কোনো সুস্থ মানুষ মানবে? উত্তর হচ্ছে না। এক দেখা গেলেই ভিন্নতাকে গুলিয়ে ফেলা ভুল হবে।
পুলিশের হাতের অস্ত্র আর ডাকাতের হাতের অস্ত্র দেখতে একই কিন্তু আমরা কি দুটোকেই একই বলি? না। কারন অস্ত্র দেখতে এক হলেও পুলিশের অস্ত্র দেশের জন্য, মানবতার জন্য। আর ডাকাতের অস্ত্র দেশের বিরুদ্ধে,মানবতার বিরুদ্ধে যা অবৈধ। এখন কেউ যদি বলে অস্ত্র দেখতে একই সুতরাং উভয়ই খারাপ, সুস্থ মানুষ কি মানবে? না।
বুঝার চেষ্টা করুন। কোনো কিছু একই রকম দেখতে হলেই যে ভাল জিনিসটাকেও খারাপের সাথে মিলাতে হবে এটা ভুল এবং মূর্খতার পরিচয়। যা নাস্তিকরা করে থাকে।
নাস্তিকরা দেখতে মানুষের মতো। আবার সন্ত্রাসী,চোর ডাকাত দেখতেও কিন্তু মানুষের মতোই এখন নাস্তিকরা যেহেতু মানুষের মতো তাই সন্ত্রাসী মানুষ আর নাস্তিকরা একই? আমার এই কথা কি অসুস্থ নাস্তিকরা মানবে? না। কারন মানুষের মতো হলেই যে সন্ত্রাসীরাও আপনার মতো এটা ভুল।
আমার উপরের উদাহরণ গুলা বুঝে থাকলে বলুন কিভাবে দেনমহর আর পতিতাবৃত্তির টাকা একই হয়? সুস্থ মানুষ হয়ে থাকলে আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন।
দেনমহর উপহার দিয়ে একজন স্বামী তার স্ত্রীকে সারা জীবনের জন্য নিজের ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নেয় এবং ইসলামের দৃষ্টিতে এটা সম্মানের। কিন্তু পতিতাবৃত্তিতে এর বালাই নাই।
নাস্তিক্যধর্মে পতিতাবৃত্তি বৈধ।নাস্তিক্যধর্মে বিশ্বাস করা হয় একজন নারী গতর খাটিয়ে পতিতাবৃত্তি করতে পারবে এটা ব্যক্তি স্বাধীনতা। এই জঘন্য অপরাধকে লুকানোর জন্যই নাস্তিকরা ইসলামকে দোষারোপ করে যার ভিত্তি নাই।
নাস্তিক্যধর্মে পতিতাবৃত্তি বৈধ এর পক্ষে আমি বিশ্ব বিখ্যাত নারীবাদী তসলিমা নাসরিনের এবং নাস্তিক মায়ের সাথে নাস্তিক ছেলের সহবাস বৈধ ফতোয়া প্রদানকারী শিশু ওরফে সস্তা নাস্তিক আসিফ মহিউদ্দিনের ফতোয়া যুক্ত করা হবে বিশুদ্ধ দলিল সহ। 😉
...................বিস্তারিত সামনে আসছে ইনশাআল্লাহ 😎