ভাববার কাঠগড়ায়


দেশ চালাবো ইসলামের আইন দিয়ে অথচ আমরা নিজেদের পরিবারে কতটুকু ইসলাম প্রতিষ্ঠা করতে পেরছি? আমাদের সমাজে কতটুকু রাসুল (সা) এর আদর্শ বাস্তবায়ন করতে পেরেছি? রাষ্ট্রকে সুস্থ করার আগে রাষ্ট্রের দুই ঠ্যাং পরিবার আর সমাজকে আগে সুস্থ করা কি জরুরি নয়? আমি বলছি না যে রাষ্ট্র নিয়ে ভাবার দরকার নেই।আমার কথার ভুল অর্থ বুঝবেন না অনুরোধ।

=====

একতাবদ্ধ থাকা আল্লাহর আদেশ অথচ আমরা করছি দলাদলি,মুসলিম মুসলিম ভাই ভাই আর আমরা করছি শত্রুতা।আপনি যখন বাইরে থেকে দেখবেন যে যখন একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ভিন্নতা তৈরি হয় তখন সব চেয়ে বেশি যারা খুশি হয় তারা হলো ইসলাম বিদ্বেষী হিংসুকরা।ওরা ভাবে আমাদের আর নতুন করে কি করার আছে যখন একজন মুসলিমই আরেকজন মুসলিমকে শেষ করে দেয়।এভাবেই ওরা চিন্তাটা করে।

=====

ওমুকে খারাপ,ওমুকের এটা ভালো না,ওইটা ভালো না। আচ্ছা ভাই এসব ওমুকের হিসাব আপনি দিবেন?আপনি যা করতে পারেন তা হচ্ছে সংশোধনের উদ্দেশ্যের পরামর্শ দিতে পারেন।এখন মানা,না মানা তার ইচ্ছা।আপনি নিজেকে এমন আদর্শবান মুসলিম হিসেবে তৈরি করুন যাতে অন্যরা আপনার কাছে আসলে সত্যের ছোয়া অনুভব করতে পারে।

=====

আমরা নিজেরা কি পেরেছি সংশোধন হতে? আমরা নিজেরা কি পেরেছি ইসলামের সত্যতা সবার কাছে ফুটিয়ে তুলতে? আমরা পেরেছি জ্ঞান অর্জন করতে? আমরা পেরেছি নিজেদেরকে সুন্দর চরিত্রে সাজিয়ে তুলতে? রাসুলের আদর্শ নিজেদের মাঝে প্রবেশ করাতে পেরেছি? কুরআনের আইন দিয়ে নিজেকে রুপান্তর করতে পেরেছি? আর কতো জুলুম মেনে নিতে হবে? আর কতো অত্যাচার-নির্যাতন বর্বরতাকে সহ্য করতে হবে আমাদের? অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লড়াই করার সময় এখনো আসেনি?

=====

যদি এমন হতো যেখানে থাকবে না কোন অন্যায়,থাকবে না নারী-পুরুষ নির্যাতন,থাকবে না চুরি,থাকবে না ডাকাতি,থাকবে না বিজ্ঞানের অপব্যবহার,থাকবে না নাস্তিকান্ধতা,থাকবে না দুর্নীতি, থাকবেনা সমকামীতা,থাকবেনা বর্বরতা, থাকবে না বিকৃত যৌনাচার,থাকবে না পিতা মাতার প্রতি খারাপ আচরণ,থাকবে না বিবর্তনবাদের মতো অন্ধবিশ্বাস,থাকবে না অমানবিকতা,থাকবে না মিথ্যাচার, থাকবে না গুম-খুন,থাকবে না আত্মহত্যা,থাকবে না সম্পদ আত্মসাৎ করা,থাকবে না নাস্তিকদের মতো উইঘুরের অসহায় মা বোনদের ধর্ষণ করা,থাকবে না নারীর প্রতি অসম্মান,থাকবে না পুরুষের প্রতি বিদ্বেষ,থাকবে না হিংসা,থাকবে না অহংকার,থাকবে না লোভ,থাকবে না অমানবিকতার ইচ্ছা,থাকবে না,,,,,থাকবে না,,,

=====

আমাদেরকে চেতনাকে কারা শেষ করে দিচ্ছে? ওদের বিরুদ্ধে আমাদের কি দায়িত্ব পালন করা উচিত? আমাদের সেই ইসলামের চেতনা আবার হুবহু ফিরে পেতে কি কি করা দরকার? মুনাফিকদের বিরুদ্ধে কি সমাধান প্রয়োগ করা দরকার? কিভাবে নিজেদেরকে জ্ঞান অর্জনে ধাবিত করা যায়? কিভাবে নিজেদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়? কিভাবে গরিবদেরকে জ্ঞানী এবং অর্থ উপার্জনের হালাল রাস্তায় আনা যায়? 

=====

উপরের কথা এবং প্রশ্ন গুলো নিয়ে ভাবুন,চিন্তা করুন,অনুভব করার,অনুধাবন করার চেষ্টা করুন অনুরোধ করছি। অন্যরা কে কি করছে, না করছে তা না ভেবে নিজেকে,নিজের পরিবারকে,নিজের সমাজকে সুন্দর করে তুলুন রাষ্ট্র অটোমেটিক্যালি মানবতার আইন অর্থাৎ কুরআনের আইনের কাছেই চলে আসবে।চলুন শুরু করি, হ্যাঁ এখন থেকেই, এই মুহুর্তেই শুরু করি।

==============================

🔹 ভাববার কাঠগড়ায় ✍ এমডি আলী।

==============================


Post a Comment

Previous Post Next Post