নৈতিকতা কি মানুষ দিতে পারে?

 


নৈতিকতার যুক্তি অনেকেই বুঝতে পারেন না। অবশ্য এতো শক্তিশালী যুক্তি সবার বোঝার কথাও নয়!
আমি চেষ্টা করছি সহজে বোঝাতে কেমন!
নৈতিকতা যদি মানুষ দেয় তাহলে সেটা মানার গুরুত্ব কতোটুকু থাকে? বা মানা উচিত? মানুষ কি নৈতিকতা দিতে পারে? অথবা মানুষের থেকে নৈতিকতা আমরা কেন নিব? মানুষের দেয়া নৈতিকতা কি যৌক্তিক? বিশ্বাস যোগ্য? কিসের ভিত্তিতে ? যুক্তি কি ? সত্যতার প্রমান কি ? চুরান্তের মাপকাঠি কি ? কারা করবে এসব যাচাই ? সিদ্ধান্ত কে দিবে? সবাই কি মানবে? সবাই মানলেও আমি কেন মানবো? আমার স্বাধীনতা আছে?
এটা তারা বেশি বুঝবে যারা বাকস্বাধীনতা,মুক্তমনা আর ব্যক্তিস্বাধীনতার আলাপ গিলাতে চায় আমাদেরকে।বুজেন নাই ব্যাপারটা?
খেয়াল করলে দেখবেন ওরা আমাদেরকে বলে ইসলাম ছাড়াও নৈতিক হওয়া যায় বা আমাদেরকে নৈতিক হওয়ার জন্য ইসলামের দরকার নেই,মানবতাবাদী হতে হলে ইসলামের দরকার নেই । ইত্যাদি ইত্যাদি অন্ধবিশ্বাস মার্কা কথা ওরা আমাদেরকে বিশ্বাস করাতে চায়।
এদের কথা মানলে মানুষের গোলাম হতে হবে।মুক্তমনার নামে নাস্তিক্যধর্ম কেন মানতে হবে? ডারউইনের বিবর্তনবাদে কেন মানতে হবে? ইসলাম কেন ত্যাগ করতে হবে? স্রষ্টা নেই এই অন্ধবিশ্বাস কেন করতে হবে? এসব মানলে কি মুক্তমনা হওয়া যায়? যারা মুক্ত দাবী করেন তারা কি এসব থেকে মুক্ত হতে পারবেন? পেরেছেন কখনো? এসব থেকে মুক্ত থেকে নিজেকে স্বাধীন বলে ঘোষণা দিতে?
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর দেয়া নিয়ম ছাড়া মানুষের দেয়া নৈতিকতা মানা কতোটুকু যৌক্তিক? আমি প্রশ্ন করতে পারি আমি মানুষের দেয়া নৈতিকতা মানবো না,মানবো কেন? আমি মানুষের গোলাম হবো কেন?অন্যের কথা অনুযায়ী নৈতিকতা আমি মানবো কেন?আমি যদি নৈতিকতা দেই সে কি মানবে? তাহলে? আমার নৈতিকতা সে না মানলে আমি কেন ওদের নৈতিকতা মানতে যাবো? আমার কি ঠেকা?
আল্লাহর দেয়া নৈতিকতা মানুষ কেন মানবে? কারন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন।মানুষের জন্য কি ভাল, কি মন্দ সেটা উনিই ভাল জানেন।মানুষ নৈতিকতা মানলে আল্লাহর দেয়া নৈতিকতাই মানতে পারে,কিন্তু এক মানুষ অন্য মানুষের দেয়া নৈতিকতা মানা অযৌক্তিক এবং অপমানের।
যেই মানুষ গুলো নৈতিকতা দিবে তারা আসলেই কতোটুকু পারফেক্ট অন্য মানুষকে নৈতিকতা দেয়ার জন্য?
সুতরাং নৈতিকতা আল্লাহ থেকে আসলেই মানা সম্ভব এবং এসেছেও।তাই মানুষের দেয়া নৈতিকতা মানার কোনোই কারন নেই। বরং মানুষের দেয়া নৈতিকতা মানলে উনার সাময়িক গোলাম হতে হবে কিন্তু আল্লাহর দেয়া নৈতিকতা মানলে মানুষের গোলাম হওয়া লাগবে না। মহাবিশ্বের সৃষ্টিকর্তার নৈতিকতা মেনে উনার গোলাম হওয়া সত্যিই সম্মানের এবং মর্যাদার।
চুরি করা খারাপ এই নৈতিকতা যদি মানুষ দেয় তাহলে সেটার বিন্দুমাত্র মূল্য নেই।কারন যে মানুষ এই নৈতিকতা প্রথম দিবে সেটাই চুরান্ত করবে কে? কারন চোরের কাছে চুরি করা কিন্তু ঠিকই নৈতিক?চোর কিন্তু ঠিকই নিজের পক্ষে সাফাই দিবে?
কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন চুরি করা খারাপ তাহলে সেটা গুরুত্বপূর্ণ এবং এখানে চোরের সাফাই দেওয়ার কোন অধিকার থাকে না। কারন মহাবিশ্বের স্রস্টা যিনি,তিনিই উনার সৃষ্টি মানুষকে নৈতিকতা দিতে পারেন।এটাতে সম্মান আছে,রয়েছে মুক্তি,আছে জ্ঞান,আছে বুদ্ধি।
গোলাম মানে সে সব কিছু মালিকের কাছে সমর্পণ করে। যে মানুষ নৈতিকতা দিবে তাকে যদি প্রশ্ন করা হয় এই নৈতিকতার ভিত্তি কি? এর জবাব দেয়ার আগেই উনার নৈতিকতা দেবার অধিকার যে নাই সেটা ফুটে উঠে। প্রশ্ন আসতে পারে আল্লাহ যে নৈতিকতা দিবে সেটার ভিত্তি কি? এখানে কি ফুটে উঠে না ? না ।
খেয়াল করুন এই প্রশ্ন করার অধিকার কিন্তু মানুষের নেই কারন আল্লাহর গোলাম হচ্ছে মানুষ।কিন্তু এটাও সত্য যে আল্লাহর দেয়া নৈতিকতা মানুষের বিরুদ্ধে যাবে না বরং অনুকুলেই হবে।মানুষকে সভ্য করবে।নাস্তিক্যধর্মের শিকল থেকে মুক্ত করবে,স্বাধীন করবে।
সুরা আম্বিয়া ২১ঃ২৩=আল্লাহ যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।
মানুষ আসলে নৈতিকতা দেবারই অধিকার রাখে না। হ্যাঁ। নৈতিকতা শুধুমাত্র মহাবিশ্বের স্রস্টা থেকেই নেয়া যায় মানুষ থেকে নয়।
অন্ধবিশ্বাসী নাস্তিকরা আসলে মানুষের দাস। কোন মানুষ? যেই মানুষের আগে টাইটেল থাকবে *নাস্তিক বিজ্ঞানী* ব্যাস। এই মানুষ গুলা যা গিলতে বলবে তাই গিলবে। রিচার্ড ডকিন্স, স্যাম হ্যারিস, লরেন্স ক্লাউস, অ্যালেক্স ইত্যাদি সস্তা নাস্তিকদের কথাই বাকি নাস্তিকরা খায়।এখন ওরা কি সত্যি কয় নাকি মিসা হেইডা অনুসন্ধান করবে না।ওদেরকে নিয়ে প্রশ্ন করলে নাস্তিকদের গায়ে চুলকায়,আর এই চুলকানি কাউকে শেয়ারও করতে পারে না।তাই নাস্তিকদের প্রশ্ন করুন,প্রশ্নের পাথরে বিক্ষত করুন।
অতিরিক্ত মাত্রার চালাক! নাস্তিক এখানে বলতে পারে আমরা কারও অন্ধ অনুকরণ করি না,"এই মুমিন মিসা কথা কইতাসে","আমরা মুক্তমনা নাস্তিকরা আমাগো বিবেক দিয়া নির্ণয় করি কোনডা ভালা কোনটা মন্দা"।
তাহলে আমার প্রশ্ন বর্তমানে চীনের উইঘুর অসহায় মুসলিমদেরকে নাস্তিক্যধর্মের অন্ধবিশ্বাসী নাস্তিকরা যে নির্মম ভাবে হত্যা করছে, গলা কাটছে, কল্লা ফেলছে, এসব ওদের বিবেক অনুপাতে নৈতিকতা? কমিউনিস্ট নাস্তিকরা যে লক্ষ লক্ষ অসহায় মানুষের কল্লা ফেলে দিয়েছে সেটাই ওদের বিবেক অনুপাতে নৈতিকতা? শুধু কি তাই? ইসলাম নিয়ে জালিয়াতি, রেফারেন্সের ভুল ব্যাখ্যা দেওয়া, এসব মিথ্যাচার এবং এই মিথ্যাচারকে নাস্তিকরা সত্য বলে বিশ্বাস করে,এটা কি নৈতিকতা? নবীজি (সা)কে নিয়ে যেই গালাগালি, নোংরামি,মিথ্যাচার করে নাস্তিকরা,এসব কি নাস্তিকদের নৈতিকতা? সরলমনা মুসলিমদেরকে ইসলাম নিয়ে মিথ্যাচার করে নাস্তিক্যধর্মের দিকে আহব্বান করা কি নৈতিকতা? আরও উন্মুক্ত প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু করবো না। সত্য বোঝার জন্য এসব প্রশ্নই অনুধাবন করা যথেষ্ট যদি ওদের বোধগম্যতা থাকে তো?
নাস্তিকরা স্রষ্টার অস্তিত্বের যেই প্রমান চায় আমিও নাস্তিকদের কাছে নাস্তিকদের "বিবেক"এর অস্তিত্বের সেই একই প্রমান চাই? অপেক্ষায় থাকলো এই মুমিন।
মানুষের গোলাম হওয়ার চেয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর দেয়া নৈতিকতা মেনে উনার গোলাম হওয়াই সম্মানের,যৌক্তিকতার এবং এটাই চুরান্ত সুত্র।।বোঝা গেছে নৈতিকতার যুক্তি?বোঝা গেছে স্রষ্টার অস্তিত্বের প্রমান? বোঝা গেছে নাস্তিক্যধর্ম যে ভুয়া এবং মিথ্যার উপর দাড়িয়ে আছে? নাস্তিক্যধর্ম যে আমাদেরকে মানুষের দাস বানাতে চায় অনুধাবন করা গেছে?
🤔বিষয়ঃনৈতিকতা কি মানুষ দিতে পারে?
✍লিখেছেনঃ এমডি আলী।

Post a Comment

Previous Post Next Post